উত্তরঃ
এ সময় দু’রাক‘আত ছালাত আদায় করার সুযোগ থাকলে দু’রাক‘আত ছালাত আদায় করে
বসবেন। যদি ছালাত আদায় করার সুযোগ না থাকে তাহ’লে দাঁড়িয়ে অপেক্ষা করবেন।
কারণ রাসূলুল্লাহ (ছাঃ) দু’রাক‘আত ছালাত আদায় না করে বসতে নিষেধ করেছেন (বুখারী, ‘কিতাবুছ ছালাত’ হা/৪৪৪, ‘কিতাবুল জুম‘আ’ হা/১১৬৭; মুসলিম হা/৭১৪; ছহীহ তিরমিযী হা/৩১৬)। এছাড়া মাগরিবের ফরযের পূর্বে দু’রাক‘আত ছালাত আদায় করার কথা ছহীহ হাদীছে এসেছে (বুখারী ‘কিতাবুল জুম‘আ’ হা/১১৮৩; ছহীহ আবূদাঊদ হা/১২৮১)।