উত্তর : কুরআন তেলাওয়াত শ্রবণের পর সিজদায়ে তেলাওয়াতের জন্য পবিত্রতা শর্ত নয়। অতএব হায়েয অবস্থায় তেলাওয়াতের সিজদা দেওয়া এবং তাতে দো‘আ পাঠ করায় কোন দোষ নেই (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৯/২২৪; ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১০/৪৪৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/২৬২)। তবে অনেক ফক্বীহ মনে করেন সিজদা ছালাতেরই একটি অংশ। এর জন্য পবিত্রতা শর্ত (নববী, আল-মাজমূ‘ ২/৩৫৩)। তবে পূর্বের অভিমতটিই অগ্রগণ্য।
প্রশ্নকারী : ইফফাত ফারিহা, ডাঙ্গা, নরসিংদী।