বিশ্বে এই প্রথম দুবাইয়ের আকাশে উড়তে যাচ্ছে চালকবিহীন যাত্রীবাহী ড্রোন। যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে আগামী জুলাই মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করছে দেশটির সরকার। দুবাই রোড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) এর ডাইরেক্টর জেনারেল মাত্তার আল-তায়ের সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এ ঘোষণা দিয়েছেন।

চীনের ই-হ্যাং কোম্পানীর তৈরী এই ড্রোনে যাত্রীরা উঠে বসার পর আসনের সামনে টাচস্ক্রীন পর্দায় ভেসে উঠবে দূরত্ব ও গন্তব্য স্থানের পুরো ম্যাপ। তখন গন্তব্য স্থানের দিক নির্দেশনা দিলে আপনা থেকেই উড্ডয়ন করবে এবং ৩০ মিনিটের দূরত্বের পথ ঘন্টায় ১৬০ অথবা ১০০ কিলোমিটার গতিবেগে পৌঁছে দিবে। তবে চালকবিহীন এ ড্রোন নিয়ন্ত্রণ কক্ষ থেকেও রিমোটের সাহায্যে পরিচালিত হবে বলে জানান রোড ট্রান্সপোর্ট অথরিটির প্রধান।







আরও
আরও
.