উত্তর: রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে খাদীজা (রাঃ)-এর বিয়ের সময় খাদীজা (রাঃ)-এর বয়সের ব্যাপারে ছহীহ সনদে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে ঐতিহাসিকগণ চল্লিশ বছরকেই অগ্রাধিকার দিয়েছেন (সীরাতুর রাসূল (ছাঃ) ৭৬৩ পৃ.)। আবার আরেকদল ঐতিহাসিক ২৫, ২৮, ৩৫ বছর বললেও তা ছহীহ সনদে বর্ণিত হয়নি (ইবনু সা‘দ, আত্ব-ত্বাবাকাতুল কুবরা ৮/১৩, ৮/১৬; ড. আকরাম যিয়া ঊমরী, আস-সীরাতুন নববিইয়াহ ১১৩ পৃ.)। মোটকথা রাসূল (ছাঃ)-এর তুলনায় খাদীজা (রাঃ) বয়সে বড় ছিলেন। আল্লাহ সর্বাধিক অবগত।
প্রশ্নকারী : নিয়ামাতুল্লাহ, করটিয়া, টাংগাইল।