উত্তর : কন্যাশিশুদের মসজিদে নিয়ে যাওয়া যায়। তবে অন্য মুছল্লীদের জন্য বিরক্তিকর হ’লে তাদের নিয়ে যাবে না বা নিয়ে গেলেও পিছনে বসিয়ে রাখবে। আবু ক্বাতাদাহ (রাঃ) বলেন, আমি নবী করীম (ছাঃ)-কে ইমামতি করতে দেখেছি। এমতাবস্থায় নাতনী উমামাহ বিনতে আবুল ‘আছ তাঁর কাঁধে থাকত। তিনি যখন রুকূতে যেতেন উমামাকে নীচে নামিয়ে রাখতেন। আবার যখন তিনি সিজদা হ’তে মাথা উঠাতেন, তখন তাকে কাঁধে উঠিয়ে নিতেন (বুখারী হা/৫৯৯৬; মুসলিম হা/৫৪৩; মিশকাত হা/৯৮৪)। শিশুপুত্র বা শিশুকন্যা যেই হোক তাকে ছালাতরত অবস্থায় বহন করা বা তাকে পাশে রাখা বৈধ। ছালাত ফরয হৌক বা নফল হৌক এতে কোন পার্থক্য নেই (মিরক্বাত ২/৭৮২; মির‘আত ৩/৩৫০)।
প্রশ্নকারী : হাসীবুর রশীদ, রাজশাহী।