
উত্তর : এরূপ চুক্তি শরী‘আতসম্মত নয়। কারণ ব্যবসায় লাভ-লোকসানের ভিত্তিতে ব্যবসায়িক চুক্তি হয়। কেবল লভ্যাংশের ভিত্তিতে নয়। তবে নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত মূল্যে অগ্রিম রড ক্রয় করে থাকলে তা জায়েয হবে। যাকে শরী‘আতে বাই‘য়ে সালাম বলা হয় (ইবনু কুদামাহ, মুগনী ৪/২০৭; ইবনুল কাইয়িম, ই‘লামুল মু‘আক্কিঈন ১/৩০১)।
প্রশ্নকারী : এনামুল হক, ত্রিশাল, ময়মনসিংহ।