উত্তর : আল্লাহর ভয়ে অনুতপ্ত না হয়ে এমনিতেই গুনাহ ছাড়লে সে পাপ মুক্ত হবে না। তাছাড়া ছওয়াবের উদ্দেশ্য না থাকলে সে এতে কোন ছওয়াব পাবে না (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১০/৭৩৮; ইবনুল ক্বাইয়িম, শিফাউল আলীল ১/১৭০)। আর সাধারণভাবে লোকলজ্জায় কোন পাপ বর্জন করলে ক্ষেত্রবিশেষে ছওয়াব হবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১৪/২২৪; ওছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ২২/১১৬)। তবে কেউ যদি আল্লাহর ভয়ে গোনাহ ছেড়ে দেয়, তাহ’লে সে পূর্ণ ছওয়াবের অধিকারী হবে; এমনকি তার পাপগুলো নেকীতে পরিবর্তন করে দেয়া হবে (ফুরক্বান-মাক্কী ২৫/৭০)।
প্রশ্নকারী : ইশতিয়াক, মেহেরপুর।