পৃথিবীর সৌরজগতের বাইরে ‘পানির চাদরে ঢাকা’ দু’টি নতুন গ্রহ আবিষ্কারের দাবী করেছেন একদল মহাকাশ বিজ্ঞানী। মহাবিশ্বে এমন গ্রহের অস্তিত্ব এতদিন তত্ত্বীয় ধারণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। যা গবেষকরা তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত করতে পারেননি। তবে এবার আত্মবিশ্বাসের সঙ্গে ‘পানি রয়েছে এমন জগৎ’ আবিষ্কারের দাবী করলেন গবেষকরা।

গবেষকরা বলেন, একটি লাল বামন নক্ষত্র ঘিরে চক্কর দিচ্ছে গ্রহ দু’টি। পৃথিবীর সৌরজগৎ থেকে প্রায় ২১৪ আলোকবর্ষ দূরের এক সৌরজগতে কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি নামের পাথুরে এই গ্রহ দু’টির অবস্থান। আকারে পৃথিবীর দেড় গুণ বড় হ’লেও গ্রহ দু’টির ভর পৃথিবীর প্রায় দ্বিগুণ। এ দু’টি পৃথিবী সূর্য নয়, বরং ভিন্ন কোন নক্ষত্রকে ঘিরে চক্কর দিচ্ছে। গ্রহ দু’টির আয়তনের একটা বড় অংশ জুড়ে সম্ভবতঃ ফুটন্ত পানি।







আরও
আরও
.