আইসল্যান্ডে বছরের এই সময়ে দিন থাকে অনেক দীর্ঘ। তাই রামাযানের শেষ দিনগুলিতে ২২ ঘন্টাব্যাপী ছিয়াম পালন করেছেন দেশটির মুসলিম অধিবাসীরা। সুলায়মান নামে এক পাকিস্তানী পাঁচ বছর আগে এখানে আসেন। তিনি জানান, ধর্মীয় বিধান অনুসারে তিনি ছিয়াম পালন করেন। এ কারণে দীর্ঘ সময়ের জন্য ছিয়াম রাখলেও তার কষ্ট হয় না। বিশ্বাসের কারণে এটাকে স্বাভাবিকই মনে হয়। সাহারীর সময় তিনি দধির সঙ্গে শুধু ফল খান। দেশটিতে এক হাযারের বেশী মুসলিম রয়েছে। রাজধানী রেইকজাভিকের একটি কাবাব রেস্তোরাঁর মালিক ইয়ামান। তিনি ক্রেতার জন্য সারাক্ষণ খাবার তৈরী করলেও ছিয়াম পালনের কারণে নিজে খান না। বললেন, সারাক্ষণ খাবারের মধ্যে থাকলে অবশ্যই ক্ষুধা অনুভূত হয়। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে ছিয়াম রাখা কিছুটা কঠিন হ’লেও মুসলিম হিসাবে তিনি তা পালন করছেন।






আরও
আরও
.