স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুয্যামান খান কামাল বলেছেন, মাদ্রাসার দুই-একটি ছাত্র বিপথে গিয়েছিল।
এছাড়া আমরা অসংখ্য জঙ্গী ধরেছি। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের খুব কম সংখ্যক
জঙ্গী পেয়েছি। গত ১৯শে মে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্রে বিশ্বজয়ী হাফেযদের সংবর্ধনা ও জাতীয় হিফযুল কুরআন
প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দ্বীনি সেবা
ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন সন্ত্রাসী-জঙ্গী আক্রমণে দেশ স্থবির হয়ে যাচ্ছিল। ভয়ানক একটা ষড়যন্ত্র হচ্ছিল। আমি বলে আসছিলাম এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। দেশের কেউ এখানে সম্পৃক্ত নয়। মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। সেখানে কোনদিন জঙ্গী তৈরি হ’তে পারে না। আমরা সেটা প্রমাণ করে দিয়েছি।
[ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীকে! এক্ষণে সন্দেহবশে গ্রেফতারকৃতদের মুচলেকা নিয়ে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন (স.স.)]