উত্তর : উভয় পক্ষ পরস্পরের জানাশোনা ও বিশ্বস্ত হ’লে মেয়ের পিতা বা অভিভাবকের উপস্থিতিতে দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষীর সামনে মোবাইল বা ভিডিও কলের মাধ্যমে কনের পিতা বা অভিভাবকের প্রস্তাবের প্রেক্ষিতে ছেলে ‘কবুল’ করলে বিবাহ সিদ্ধ হবে (আবুদাউদ, তিরমিযী, মিশকাত হা/৩১৩০; ইরওয়াউল গালীল ৬/২৪০; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৮//৯০-৯১; ফাতাওয়া ইসলামিয়াহ ৩/১৫৩-৫৪;)। তবে কোনরূপ ধোঁকা বা প্রতারণা যেন না থাকে সে ব্যাপারে সতর্ক থাকবে।
প্রশ্নকারী : ছাফওয়াত খান, ঢাকা।