উত্তর : বূলাস (بُولَسَ) নামে কোন নবী ছিলেন না। বরং বূলাস ছিলেন একজন ইহূদী। পরে খৃষ্টান হয়ে যান এবং ঈসা (আঃ)-এর পরে খৃষ্টধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। ফলে অনেকে তাকে নবী মনে করত। কিন্তু ঈসা (আঃ) ও মুহাম্মাদ (ছাঃ)-এর মধ্যবর্তী সময়ে কোন নবী-রাসূল আসেননি। যেমন রাসূল (ছাঃ) বলেন, আমি দুনিয়া এবং আখেরাতে ঈসা ইবনু মারিয়াম (আঃ)-এর সবচেয়ে বেশী কাছাকাছি। নবীগণ পরস্পর বৈমাত্রেয় ভাই। তাঁদের মা ভিন্ন ভিন্ন। কিন্তু দ্বীন অভিন্ন। আর আমার ও তাঁর মাঝখানে কোন নবী নেই’ (মুসলিম হা/২৩৬৫; মিশকাত হা/৫৭২২)।
প্রশ্নকারী : জামসেদ বিল্লাহ, ঝিনাইদহ।