উত্তর : উক্ত মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। রাসূল (ছাঃ) এক রাতে ছালাতে সূরা মায়েদার ১১৮ আয়াতটি বারবার তেলাওয়াত করছিলেন (ইবনু মাজাহ হা/১৩৫০; তিরমিযী হা/৪৪৮; আহমাদ হা/১১৬১১; মিশকাত হা/১২০৫)। আয়াতটির অনুবাদ হ’ল- ‘যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তাহ’লে তারা আপনার বান্দা। আর যদি আপনি তাদের ক্ষমা করেন, তাহ’লে আপনি মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়’। আয়াতের গুরুত্ব ও মর্ম বিবেচনায় তিনি উক্ত আমলটি করেছেন। উক্ত হাদীছ দ্বারা একই আয়াত দ্বারা পুরো ছালাত আদায় করা জায়েয হওয়ার দলীল পাওয়া যায়। তবে এটি নিয়মিত করা যাবেনা। কেননা রাসূল (ছাঃ) থেকে নিয়মিত এরূপ আমল করার দলীল পাওয়া যায় না।
প্রশ্নকারী : মুহাম্মাদ দলীল, রামনগর, দিনাজপুর।