উত্তর : সরকারী
প্রায় সকল অর্থেই সূদের মিশ্রণ রয়েছে। চাকুরীর ক্ষেত্রে ইসলামে মূলনীতি
হ’ল, (১) অন্যায়কাজে সহায়তা করা যাবে না। আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও
তাক্বওয়ার কাজে পরস্পরে সহযোগিতা কর এবং পাপ ও সীমালংঘন কাজে সহযোগিতা কর
না’ (মায়েদা ২)। (২) সূদের হিসাব করা হয় এমন কোন কর্মে অংশগ্রহণ
করা যাবে না। কেননা রাসূলল্লাহ (ছাঃ) যারা সূদ খায়, সূদ দেয়, সূদের হিসাব
লেখে, এবং সূদের বিষয়ে সাক্ষী থাকে তাদের সবার উপর লানত করেছেন (মুসলিম হা/১৫৯৮)।
এ ব্যতীত বৈধ কোন কাজে অংশগ্রহণ করা যাবে, যদিও তার মজুরী সূদী অর্থ দিয়ে
প্রদান করা হয়। আর এজন্য দায়ী হবে উক্ত সূদের গ্রহীতা কোম্পানীর মালিক।