
উত্তর : উক্ত সময়েও পানি গরম করে ওযূ করে তাহাজ্জুদ ও ফজরের ছালাত আদায় করার চেষ্টা করবে। কারণ পানি বিদ্যমান থাকা এবং তা ব্যবহারের সক্ষমতা থাকা পর্যন্ত তায়াম্মুম করা জায়েয হবে না। এক্ষণে যদি পানি গরম করার সুযোগ না থাকে এবং ঠান্ডা পানি ব্যবহারের সক্ষমতা না থাকে, তাহ’লে তায়াম্মুম করে তাহাজ্জুদ ও ফজরের ছালাত আদায় করতে পারে। ছাহাবায়ে কেরাম ঠান্ডা জনিত কারণে পানি ব্যবহারের অক্ষমতার কারণে তায়াম্মুম করে ছালাত আদায় করেছেন (আবুদাউদ হা/৩৩৪; আহমাদ হা/১৭৮৪৫, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : শামস আল-ফাহাদ, পঞ্চগড়।