উত্তর : ভাড়ায় নেওয়া বাড়ি অন্যত্র অধিক ভাড়া দিয়ে ব্যবসা করা জায়েয। তবে যদি মালিকের সাথে এর বিপরীত কোন চুক্তি থাকে তাহ’লে করা যাবে না। ইবনু তায়মিয়াহ, ইবনু কুদামাহ, যারকাশী, ইবনু রজব হাম্বলী প্রমুখ বিদ্বানগণ বলেন, ভাড়াটিয়া ভাড়াকৃত বস্ত্ত সমমূল্যে বা অধিক মূল্যে অন্যত্র ভাড়া দিলে তা জায়েয হবে (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৪০৮; ইবনু রজব, আল-কাওয়ায়েদ ১৯৭ পৃ.; ইবনু কুদামাহ, মুগনী ৫/২৭৭; শারহুয যারকাশী ৪/২৩৪)।
প্রশ্নকারী : রূহুল আমীন, দুপচাঁচিয়া, বগুড়া।