উত্তর : ইসলামী শরী‘আতে নসবনামা বা বংশ তালিকা সংরক্ষণের বিশেষ গুরুত্ব রয়েছে (তিরমিযী হা/১৯৭৯; মিশকাত হা/৪৯৩৪; ছহীহুত তারগীব হা/২৫২০)। সেকারণ নামের শেষে পিতার নাম যুক্ত করা যায়। ইসলামপূর্ব যুগ থেকেই আরব দেশগুলিতে এর প্রচলন ছিল। তবে ভারত উপমহাদেশসহ আমাদের দেশে এর প্রচলন তেমন নেই। কেউ চাইলে নিজ নামের সাথে পিতার নাম যুক্ত করতে পারে।
প্রশ্নকারী : জিহাদ ইবনে ওছমান, ইসলামপুর, জামালপুর।