উত্তর : পূর্ণ পর্দা ও সর্বোচ্চ সংযম বজায় রেখেই খাবার পরিবেশন ও প্রয়োজনীয় কথা বলবে। আল্লাহ বলেন, তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর (তাগাবুন ৬৪/১৬)। এক্ষেত্রে এমনভাবে চলতে হবে যেন কখনো কারু সাথে নিরিবিলি হওয়ার সুযোগ সৃষ্টি না হয়। তাতে গুনাহের সুযোগ সৃষ্টি হ’তে পারে। সাথে সাথে পর্দার শারঈ বিধান সবাইকে বুঝানোর সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাতে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এরপরেও অসম্ভব বিবেচিত হ’লে যেকোন উপায়ে পৃথক বাড়ীতে থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনক্রমেই গুনাহের সাথে আপোষ করা যাবে না।