গত বছর থেকে করোনা মহামারির নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী ব্যবসায়ী, শ্রমিক ও পেশাজীবীদের ওপর ব্যাপকভাবে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপের এক জরিপে দেখা গেছে, করোনা মহামারির এই সময়ে বিশ্বে প্রতি ৩ জনের একজন চাকুরী বা ব্যবসা হারিয়েছেন। গোটা বিশ্বের প্রেক্ষাপটে তুলনা করলে এমন মানুষের সংখ্যা ১০০ কোটিরও বেশী। ঐ জরিপে আরও দেখা গেছে, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে বিশ্বব্যাপী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা কর্মীর সংখ্যা ২ শতাংশ কমেছে। ২০১৯ সালে কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা কর্মীর সংখ্যা ছিল ২২ শতাংশ। ২০২০ সালে তা হয়েছে ২০ শতাংশ। করোনার সময় সবচেয়ে বেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬৭ শতাংশ মানুষের আয় কমেছে। এছাড়াও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সর্বোচ্চ ৫৪ শতাংশ মানুষের জীবনে করোনার প্রভাব পড়েছে।






আরও
আরও
.