বিষ্ঠাখেকো গাছ!

আফ্রিকার উদ্ভিদবিদরা সম্প্রতি বোর্নিওর জঙ্গলে ‘জায়ান্ট মন্টেইন’ নামের একটি বৃক্ষ আবিষ্কার করেছেন, যেটি প্রাণীর বিষ্ঠা খেতে পসন্দ করে। বিষ্ঠা খাওয়ার জন্য তাদের শরীরে গেছো ইঁদুরের সমান বড় কলসি থাকে। সারাক্ষণই মেলা থাকে ঐ কলসির মুখ। গেছো ইঁদুরকে ঐ কলসিতে ওঠার জন্য আকৃষ্ট করতে এক ধরনের সুস্বাদু রস বের করে গাছগুলো। গেছো ইঁদুর ঐ রসের লোভে কলসির ওপরে ওঠে এবং রস খেতে খেতে প্রায় সময় প্রাকৃতিক কর্মটা ঐখানেই সেরে ফেলে। গেছো ইঁদুরের ঐ বর্জ্যটাই আগ্রহের সঙ্গে কলসির মুখ বন্ধ করে ভেতরে চালান করে দেয় জায়ান্ট মন্টেইন।

টেস্টটিউব শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে

টেস্টটিউবে জন্ম হওয়া শিশুদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক রকম বেশী। তারা ক্রমাগত শারীরিক অসঙ্গতিতে ভুগতে পারে। আমেরিকার একদল গবেষক দুই ধরনের শিশুদের উপর গবেষণা করে এ তথ্য প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের একদল গবেষক স্বাভাবিক প্রক্রিয়ায় ও টেস্টটিউবে জন্ম হওয়া শিশুদের উপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে উপনীত হন। গবেষক দলের প্রধান কারমেন স্যাপেঞ্জা জানিয়েছেন, তাদের কোষে থাকা জিনের আচরণ পরিবর্তন হ’তে পারে। জিনের আচরণের পরিবর্তনের ফলে দেখা দিতে পারে তাদের হজমজনিত সমস্যা। এর ফলে তারা মোটা হয়ে যেতে পারে। এমনকি তাদের টাইপ-টু- ধরনের ডায়াবেটিস রোগও হ’তে পারে।

কব্জিওয়ালা কৃত্রিম হাত আসছে

ব্রিটিশ কৃত্রিম অঙ্গ তৈরির প্রতিষ্ঠান আরএসএল স্টিপার ‘বিবায়োনিক’ নামে কৃত্রিম হাত তৈরী করেছে। এটি ইচ্ছেমতো নাড়ানো যাবে। এমনকি ‘পাওয়ার গ্রিপ’ থাকার কারণে এ হাত দিয়ে শক্ত বস্ত্ত ধরা এবং তোলাও যাবে। আবার প্রয়োজনে হাতটি কোমল কাজেও ব্যবহার করা যাবে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘বিবায়োনিক’ হাত পৃথিবীর প্রথম কব্জি শক্তিসম্পন্ন কৃত্রিম হাত, যা ঘোরানো ও বাড়ানো যায়। সিলিকনের তৈরী মায়োলেকট্রিক প্রসথিসিস বা ইলেকট্রনিক সংকেত সংবেদনশীল এই বিবায়োনিক হাত নিয়ন্ত্রণ করা যায় ইলেকট্রিক নার্ভ সংকেত থেকেই এবং সে সংকেত তৈরী হয় পেশির চামড়া থেকে।

তার হীন বাক্সেই তৈরী হবে বিদ্যুৎ

নাসায় কর্মরত ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী সম্প্রতি এমন একটি বাক্স আবিষ্কার করেছেন যাতে তৈরী করা যাবে বিদ্যুৎ। জানা গেছে, এ বিদ্যুৎ তৈরীতে কোন তার লাগবে না। জ্বালানী তেলভর্তি বিশাল এ বাক্সে পরিশোধিত শক্তি তৈরীর প্রক্রিয়ায় সফল হয়েছেন বলেই দাবী কে আর শ্রীধরের। জ্বালানী ভর্তি এ বাক্সের নাম ব্লুম বক্স। আর এ থেকে তৈরী শক্তির নাম দেয়া হয়েছে ব্লুম এনার্জি।






আরও
আরও
.