ঝিনাইদহ যেলার কোটচাঁদপুর উপযেলার মাঠে মাঠে এখন লাভজনক নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। ঘাষের চাষ লাভজনক, এমন ধারণাই ছিল না উপযেলার বলুহর, কুশনা ইউনিয়নে কৃষকদের। কৃষি বিভাগের অনুরোধে ১/২ জন কৃষক প্রথমে এই চাষ শুরু করে। মাত্র ১০ বছরের ব্যবধানে এখন কোটচাঁদপুরের বিভিন্ন এলাকা ছাড়িয়ে পার্শ্ববর্তী যেলাগুলোতে বিস্তার লাভ করেছে এই চাষ। গড়ে উঠেছে ঘাসের বাজার। পূরণ হচ্ছে গো-খাদ্য। সাধারণত ফাল্গুন মাস থেকে লাগানো শুরু হয়। ৫ মাস পর থেকে ঘাস কেটে বিক্রি করতে পারেন কৃষকরা। বছরে ৬ থেকে ৭ বার কাটা যায়। এক বিঘা জমিতে চাষ করতে এক হাযার টাকার বীজ, জমি তৈরীতে চাষ খরচ হয় ৬শ’ টাকা, লেবার খরচ হয় ৫শ’ টাকা, পরিষ্কার করার খরচ ৩শ’ টাকাসহ প্রায় ৩ হাযার টাকা খরচ হয়। সেখানে ঐ জমিতে ঘাস পাওয়া যায় ৩০ হাযার টাকার। এই নেপিয়ার ঘাস এলাকার গো-খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি পার্শ্ববর্তী যেলাগুলোতেও বিক্রি হয়। তাছাড়া কোটচাঁদপুর শহরের গোডাউন এলাকা, ব্রীজঘাট এলাকা, কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ড এলাকায় তিনটি ঘাসের বাজার গড়ে উঠেছে। এখানে প্রতিদিন কয়েক ট্রাক ঘাস বিক্রি হয়।
[সংকলিত]