উত্তরঃ
সমস্যা হবে না। তবে ইমাম একাকী উপরে দাঁড়াতে পারবেন না। একদা আম্মার ইবনে
ইয়াসির (রাঃ) একাকী উপরে দাঁড়িয়ে ইমামতি করছিলেন। হুযায়ফা (রাঃ) তাঁকে পিছন
থেকে ধরে টেনে সমতল যমীনে নামিয়ে দেন এবং বলেন, আপনি শুনেননি, রাসূল (ছাঃ)
বলেছেন, ইমাম যেন মুক্তাদী হ’তে উঁচু স্থানে না দাঁড়ায় (আবুদাঊদ হা/৫৯৭)।