উত্তর : অমুসলিমদের অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান বা এনজিওতে চাকুরী করা জায়েয। তবে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন- (১) এনজিওটির কার্যক্রম যেন শরী‘আত বিরোধী না হয়। যেমন সূদী ঋণ, পরিবার-পরিকল্পনা ইত্যাদি। (২) যে কাজ করা হচ্ছে সে কাজটি যদি ইসলামের দৃষ্টিতে বৈধ ও সমাজসেবামূলক হয়। (৩) হারাম পন্থায় আয় বা অবৈধ কাজের অংশীদার না হওয়া। উল্লেখ্য যে, অমুসলিমদের অনুদান গ্রহণে কোন বাধা নেই। কারণ রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম অমুসলিমদের হাদিয়া এবং অনুদান গ্রহণ করেছেন (বুখারী ৯/৩৮৪, হা/২৫৭৩, ২৬১৫)।
প্রশ্নকারী : মিরাজুল ইসলাম, চিতলমারী, বাগেরহাট।