উত্তর : যে সকল পাখির গোশত খাওয়া হালাল সে সকল প্রাণীর মলমূত্র অপবিত্র নয়। সুতরাং এ সকল প্রাণীর বিষ্ঠা কাপড়ে লেগে গেলে তাতে ছালাত আদায় করা যাবে। তবে বিষ্ঠা লেগে গেলে কাপড় ধুয়ে ফেলা কিংবা পানি ছিটিয়ে দেওয়া কর্তব্য। অপরদিকে যে সকল পাখির গোশত খাওয়া হারাম সেগুলোর বিষ্ঠাও অপবিত্র। এ সকল পাখির বিষ্ঠা কাপড়ে লাগলে অবশ্যই তা ধুয়ে ফেলবে। এক্ষণে বাদুড় নখর বিশিষ্ট পাখি হওয়ায় তার গোশত হারাম এবং তার বিষ্ঠাও নাপাক (ইবনু তায়মিয়া, মাজমূ‘উল ফাতাওয়া ২১/৫৪২-৫৮৬; ইবনু কুদামা, মুগনী ২/৪৯২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৪১৪)।
প্রশ্নকারীঃ মীযানুর রহমান, কলারোয়া, সাতক্ষীরা।