উত্তর : ওযূতে নারী-পুরুষের মাথা মাসাহের নিয়ম কি একই। সুতরাং নারীরাও মাথা মাসাহ করবেন যেভাবে পুরুষেরা পাগড়ীর উপরে মাসাহ করে থাকেন। অর্থাৎ মাথা মাসাহের সময় হাত সামনের দিক থেকে পিছনের দিকে এবং পুনরায় সামনের দিকে আনা সবার জন্য সুন্নাত (নাসাঈ হা/১০০; মুছান্নাফে ইবনু আবী শায়বাহ হা/১৩৬, ২৪৬; ফাতহুল বারী ১/২৯৩; ইবনু কুদামাহ, মুগনী ১/৯৩)।
প্রশ্নকারী : লাজীনা, নাটোর।