প্রশ্ন (৪/৪০৪) : যেসব মসজিদের পরিচালনা কমিটি এবং ইমাম-মুওয়াযযিনগণের আক্বীদা-আমল শিরক ও বিদ‘আতযুক্ত, সেসব মসজিদে দান করা শরী‘আতসম্মত হবে কি?
485 বার পঠিত
উত্তর :
যেসব মসজিদে শিরক ও বিদ‘আত লালন করা হয়, সেসব মসজিদে দান করা থেকে বিরত
থাকা আবশ্যক। কেননা এতে অন্যায়ের সহযোগিতা করা হয়। আল্লাহ বলেন, ‘তোমরা
নেকী ও তাকবওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা কর এবং পাপ ও অন্যায় কাজে সহযোগিতা
কর না’ (মায়েদাহ ২)।