উত্তর : এজন্য পিতা-মাতা ও ভাই-বোন সকলেই দায়ী হবে। কারণ তারা সন্তান ও ভাইয়ের প্রতি তাদের দায়িত্ব পালন করেননি। শরী‘আতে সন্তানের সাথে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করার কোন সুযোগ নেই। রাসূল (ছাঃ) বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’ (বুখারী হা/৫৯৮৪; মুসলিম হা/ ২৫৫৬; মিশকাত হা/৪৯২২)। প্রশ্নের বিবরণ অনুযায়ী পিতা-মাতা ও ভাই-বোন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কবীরা গোনাহগার হিসাবে গণ্য হবেন।
এক্ষণে করণীয় হ’ল, পরিবারকে ধর্মীয় বিষয়টি নিজে বা যেকোন মাধ্যমে বুঝানোর চেষ্টা করতে হবে। কোনভাবে সম্ভব না হ’লে ছবর করতে হবে। কিন্তু কোন প্রকার অসদাচরণ বা অসদুপায় প্রহণ করা যাবে না।