উত্তর : শারঈ কারণে পিতা উক্ত বিবাহ প্রত্যাখ্যান করে থাকলে পিতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কারণ পিতা তথা বৈধ অভিভাবকের অনুমতি ব্যতীত কোন মেয়ের বিবাহ জায়েয নয় (আবুদাউদ হা/২০৮৩; মিশকাত হা/৩১৩০)। তবে দুনিয়াবী কারণে বা মানসিক কারণে পিতা বিবাহ প্রত্যাখ্যান করে থাকলে পরবর্তী অভিভাবক তথা দাদা, চাচা বা প্রাপ্ত বয়স্ক ভাই ওলী হয়ে বিবাহের ব্যবস্থা করে দিতে পারে। অনুরূপভাবে এদের অবর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি তথা মেম্বার, চেয়ারম্যান বা এমপি ওলী হয়ে বিবাহের ব্যবস্থা করে দিতে পারবেন (বাদায়েঊছ ছানায়ে‘ ৫/১৫৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৮/১৪৭; ওছায়মীন, লিকাউল বাবিল মাফতূহ ৭৬/৩৩)।
প্রশ্নকারী : ছাবিবর হোসাইন, গাইবান্ধা।