প্রশ্ন (৮/৮৮) : ঢাকা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছে যে, আল্লাহ তা‘আলা যার হজ্জ কবুল করেছেন, তিনি তার বংশের ৪০০ জন লোককে সুফারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। উক্ত কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
427 বার পঠিত
উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি মুনকার বা যঈফ (যঈফ তারগীব হা/৬৮৯; সিলসিলা যঈফাহ হা/৫০৯১)।