উত্তর : এই সফরে সাথে ছিলেন প্রখ্যাত ছাহাবী আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ)। যেমন তিনি বলেন, এক রাতে নবী করীম (ছাঃ) আমাকে নিয়ে হেরা পাহাড়ের দিকে গেলেন। একটি স্থানে পৌঁছে আমার জন্য একটি দাগ টেনে দিলেন এবং বললেন, এ দাগের বাইরে যেয়ো না, আমি তোমার কাছে ফিরে আসব। তারপর তিনি (জিনদের দিকে) চলে গেলেন (মাজমা‘উয যাওয়ায়েদ হা/১৪১৪৫)। তবে এসময়ে তিনি কোন দো‘আ পড়েছিলেন তা হাদীছে বর্ণিত হয়নি। কেউ কেউ সূরা নাস ও ফালাক্বের কথা বলে থাকেন, তবে এর পক্ষে কোন হাদীছ পাওয়া যায় না।
প্রশ্নকারী : মুছলেহুদ্দীন, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।