উত্তর : কেউ যদি এটাকে সুন্নাত মনে না করে বরং অসুস্থ থাকলে মাঝে মধ্যে আমল করে তাহ’লে এই আমলটি রুকইয়ার নিয়তে জায়েয হবে (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১/৩৩২)। কারণ ছাহাবী ইবনে মাসঊদ (রাঃ) বলেন, ‘অনুসরণ কর, নতুন কিছু আবিষ্কার কর না, তোমাদের জন্য শরী‘আতই যথেষ্ট’ (দারেমী হা/২০৫; মাজমা‘উয যাওয়ায়েদ হা/৮৫৩)। তবে অসুস্থ অবস্থায় সূরা নাস, ফালাক্ব ও ইখলাছ পাঠের পর শরীর মাসাহ করা এবং ঘুমানোর পূর্বে উক্ত সূরাগুলো তিনবার পাঠ করে শরীর মাসাহ করার কথা হাদীছে বর্ণিত হয়েছে (বুখারী হা/৫০১৭)।
প্রশ্নকারী : *রনি, ঢাকা।
*[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]