উত্তর : যেকোন ভাল কাজ ডান দিক থেকে শুরু করা মুস্তাহাব। আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন (বুখারী হা/১৬৮, ৫৯২৬; মিশকাত হা/৪০০)। ছাহাবায়ে কেরাম ভালো কাজ করার সময় ডান দিক থেকে সূচনা করতেন (মুসলিম হা/১৩০৫)। অতএব সিঁথি ডান দিক থেকে শুরু করাই উত্তম। তবে কেউ বাম দিকে সিঁথি করলে গুনাহগার হবে না। কেননা এগুলো অভ্যাসগত সুন্নাত (নববী, শরহ মুসলিম ৩/১৬০; মির‘আত ২/১০৫)। উল্লেখ্য যে, রাসূল (ছাঃ) মাথার মাঝখান থেকে সিঁথি করতেন (বুঃ মুঃ মিশকাত হা/৪৪২৫; সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ ৭৭৮ পৃ.)।
প্রশ্নকারী : মুহাম্মাদ জাহিদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।