উত্তর : মসজিদ নির্মাণ করা হয় ইবাদতের জন্য। রাসূল (ছাঃ) বলেন, এই মসজিদগুলো এমন কিছু কাজের জন্য নির্মাণ করা হয়নি। যেমন পেশাব বা নাপাক কাজ। এগুলো শুধুই আল্লাহর যিকির, ছালাত এবং কুরআন তেলাওয়াতের জন্য নির্মাণ করা হয় (মুসলিম হা/২৮৫)। আর মানুষের রক্ত অপবিত্র যা মসজিদে পড়লে স্থান অপবিত্র হয়ে যাবে। সুতরাং রক্তদান কর্মসূচী জনকল্যাণমূলক হ’লেও তা মসজিদের বাইরে করতে হবে (বাহূতী, কাশশাফুল কেনা‘ ২/৩৭০; শরহ মুখতাছারে খলীল ২/২৭৬)।
প্রশ্নকারী : ছাবের, বাগমারা, রাজশাহী।