উত্তর : এভাবে বাড়ীতে বা মসজিদে মহিলাদের ইমামতিতে জুম‘আর ছালাত আদায়ের নিয়ম ইসলামী শরী‘আতে নেই। বরং তারা পুরুষ ইমামের পিছনে মসজিদে গিয়ে জুম‘আর ছালাত আদায় করবে (বুখারী হা/৩২৪; মুসলিম হা/৮৯০; আবুদাউদ হা/১০৬৭; মিশকাত হা/১৩৭৭, ১৪৩১)।তবে ফরয ও তারাবীহর জামা‘আতে তাদের ইমামতি করার দলীল রয়েছে (আবুদাঊদ হা/৫৯১, দারাকুৎনী প্রভৃতি ইরওয়া হা/৪৯৩)।