উত্তর : কুরবানী করা সুন্নাতে মুওয়াক্কাদাহ। আর ঋণ পরিশোধ করা ফরয। সেক্ষেত্রে ঋণ পরিশোধ অগ্রাধিকার পাবে। তবে বিলম্বে ঋণ পরিশোধের যদি সুযোগ থাকে এবং সেটা পরিশোধের অন্য উৎস বিদ্যমান থাকে, তাহ’লে কুরবানী দিতে পারেন। কারণ কুরবানী ইসলামের অন্যতম শে‘আর বা নিদর্শন, যা বছরে মাত্র একবার করতে হয় (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৮/৪৫৫; আল লিক্বাউশ শাহরী ৫৩/২৪)।
প্রশ্নকারী : শাহরিয়ার রহমান, শেরপুর, বগুড়া।