উত্তর : পবিত্র কুরআনের শুরুতেই আল্লাহকে না দেখে গায়েবে বিশ্বাসকে মুত্তাক্বীদের অন্যতম গুণ হিসাবে বর্ণনা করা হয়েছে (বাক্বারাহ ২/৩)। তিনি অন্যত্র বলেন, নিশ্চয়ই যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার (মুলক ৬৭/১২)।
হাদীছে জিবরীলে ঈমান সম্পর্কে রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন,
ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস, ফেরেশতাকে বিশ্বাস ইত্যাদি বলার পর ইহসান-এর
ব্যাখ্যায় বলা হয়েছে, তুমি আল্লাহর ইবাদত কর এমনভাবে যেন তুমি তাঁকে দেখছ
(অর্থাৎ তিনি অদৃশ্যে আছেন, তাঁকে দেখা যায় না) (বুখারী, মুসলিম, মিশকাত হা/২)।