উত্তর :
গোসলের নিয়তে পুকুরের পানিতে ডুব দিলে পবিত্রতা অর্জন হয়ে যাবে। তবে
সুন্নাতী নিয়ম হল, গোসলের পূর্বে বিসমিল্লাহ বলে ছালাতের ওযূর ন্যায় ওযূ
করে, ফরয গোসলের নিয়ত করে মাথায় তিনবার পানি ঢালার পর শরীরের অন্যান্য অঙ্গ
ধুয়ে গোসল করা (বুখারী হা/২৪৮; মিশকাত হা/৪৩৫, ৪৩৬)। বদ্ধ বড়
পুকুরে ফরয গোসল করা জায়েয। একদা রাসূল (ছাঃ)-কে ‘বুযা‘আহ’ কূপের পানি
দ্বারা পবিত্রতা অর্জন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পানি পবিত্র,
কোন বস্ত্তই তাকে অপবিত্র করতে পারে না (আবুদাউদ হা/৬৬; নাসাঈ হা/৩২৬; মিশকাত হা/৪৭৮)।