উত্তর :
ছালাতের রুকন, ফরয, ওয়াজিবসমূহ সঠিকভাবে পালন করার পর সুন্নাতসমূহের
ব্যাপারে ত্রুটি-বিচ্যুতি থেকে গেলে উক্ত ছালাত বাতিল হবে না বরং
ত্রুটিপূর্ণ হবে। অর্থাৎ পূর্ণ নেকী অর্জিত হবে না। তবে ছহীহ হাদীছ জানার
পরেও মাযহাবের দোহাই দিয়ে এবং বারবার বুঝানো সত্ত্বেও গোঁড়ামী ও অবজ্ঞাবশে
তা পালন না করলে, উক্ত ছালাত বাতিল বলে গণ্য হবে। রাসূল (ছাঃ) বলেছেন,
তোমরা ছালাত আদায় কর সেভাবে, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ (বুখারী হা/৬০০৮; মিশকাত হা/৬৮৩)। তিনি আরো বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে জান্নাতে প্রবেশ করবে এবং যে আমার অবাধ্যতা করল, সেই-ই জান্নাতে যেতে অসম্মত’ (বুখারী, মিশকাত হা/১৪৩)।