
উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটির সনদে বিচ্ছিন্নতা থাকায় তা যঈফ (আল-মুসনাদু লিশ শাশী হা/৯২২)। মুসনাদে আহমাদেও অনুরূপ বর্ণনা এসেছে, তাও যঈফ (আহমাদ হা/৩৮২৪)। অবশ্য কতিপয় বিদ্বান একাধিক সনদে হাদীছটি বর্ণিত হওয়ায় এর সনদকে হাসান পর্যায়ের বলেছেন।
প্রশ্নকারী : আব্দুল মালেক, নওদাপাড়া, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।