উত্তর : ছালাতের সিজদায় কারো তন্দ্রাজনিত কারণে মস্তিস্কের পরিবর্তন দেখা দিলে এবং ইমামের তাকবীরের কারণে তন্দ্রা দূরীভূত হয়ে গেলে ওযূ বা ছালাতের কোন ক্ষতি হবে না। বরং এই অবস্থায় ছালাত সম্পন্ন করবে। আর যদি সিজদায় গভীর ঘুম চলে আসে এবং ইমামের তাকবীর জানতে না পারে, তাহ’লে তার ওযূ এবং ছালাত বিনষ্ট হবে। ফলে তাকে নতুনভাবে ওযূ করে পুরো ছালাত আদায় করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, চোখ হ’ল পশ্চাদ্দারের বন্ধনস্বরূপ। অতএব যে ব্যক্তি ঘুমায় সে যেন ওযূ করে (ইবনু মাজাহ হা/৪৭৭; ছহীহুল জামে‘ হা/৪১৪৯; নববী, শরহ মুসলিম ৪/৭৩-৭৪; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ দারব ০২/১০৮৯)।
প্রশ্নকারী : শাফিন আহমাদ, নওদাপাড়া, রাজশাহী।