পুরো যেলাকে কি করে ভিক্ষুকমুক্ত করা যায়, তা-ই ছিল ধ্যানজ্ঞান। সেই চেষ্টা সফল হওয়ার পথে। শিগগির নড়াইলকে আনুষ্ঠানিক ভাবে দেশের প্রথম ভিক্ষুকমুক্ত যেলা ঘোষণা করা হবে। কিন্তু এ কাজ যিনি রাতদিন খেটে করলেন, সেই অতিরিক্ত যেলা প্রশাসক মুহাম্মাদ ছিদ্দীকুর রহমানকে স্থানীয় লোকজন ডাকে ‘ভিক্ষুক স্যার’ বলে।

যেলা প্রশাসন সূত্রে জানা যায়, জরিপের মাধ্যমে যেলায় মোট ৭৯৮ জন ভিক্ষুক সনাক্ত করা হয়। অতঃপর গরু, ছাগল, ওযন পরিমাপক যন্ত্র, সেলাই মেশিন, হাঁস, মুরগী, ভ্যান বিতরণ, ক্ষুদ্র ব্যবসার জন্য  দোকান, উৎসাহ বোনাস ও আবর্তক ঋণ; বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদান; জিআরসহ ১০ টাকা কেজি দরের চালের সুবিধার আওতায় আনা প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে ভিক্ষুকদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হয়। প্রতিজন ভিক্ষুকের বিপরীতে এলাকার একেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তদারকির দায়িত্ব দেওয়া হয়। গঠিত হয় ইউনিয়ন, উপযেলা, যেলা বাস্তবায়ন ও পুনর্বাসন কমিটি। এক্ষেত্রে শিক্ষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, চৌকিদারসহ সরকারী-বেসরকারী পর্যায়ের চাকরিজীবীরা স্বেচ্ছাশ্রমে পুনর্বাসিত ভিক্ষুকদের তদারকি করেন। সবমিলিয়ে মাত্র ১০ মাসে নড়াইল আজ ভিক্ষুকমুক্ত যেলায় পরিণত হয়েছে।

নড়াইলের কালনা ফেরিঘাটের পুনর্বাসিত ও বর্তমানে বাদাম, চানাচুর ইত্যাদির বিক্রেতা অন্ধ ফারূক (৫২) বললেন, প্রথম দিকে ভিক্ষুক স্যারের ওপর খুব রাগ হ’ত। আমার বিনা পুঁজির ব্যবসা যেন উনার সহ্য হ’ল না। পুঁজি দিলেন। উৎসাহিত করলেন। পরে দেখলাম নিজে কাজ করে খাওয়ার মধ্যে যে আনন্দ তা ভিক্ষা করে পাওয়া যায় না। এখন আর ছেলে-মেয়েদের কেউ ভিখারীর সন্তান বলবে না। বলবে ব্যবসায়ী ফারুকের সন্তান। আমি খুব সুখে আছি’।

মহৎ এই কর্মটির স্বপ্নদ্রষ্টা ছিদ্দীকুর রহমান বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে দেশের সব ভিক্ষুক যাতে দারিদ্রসীমার ওপরে উঠতে পারে, নড়াইল যেন এর রোল মডেল হিসাবে আবির্ভুত হ’তে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। উল্লেখ্য, এর আগে তিনি ২০১৪ সালে নীলফামারীর কিশোরগঞ্জ উপযেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকাকালে উপযেলাটিকে ভিক্ষুকমুক্ত করেন।

[সরকারী দায়িত্বশীলগণ যদি সবাই এরূপ সৎ ও উদ্যমী হ’তেন, তাহ’লে কতইনা ভাল হ’ত! আল্লাহর সন্তুষ্টির জন্য একাজ করলে তিনি অশেষ নেকীর হকদার হবেন ইনশাআল্লাহ (স.স.)]






এক সন্তান নীতির ফলে চীনে কন্যা সংকট; পাত্রী পাচ্ছে না ছেলেরা
ল্যানসেটের প্রতিবেদন (দূষণে বিশ্বে প্রতি ছয়জনে একজনের মৃত্যু )
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
স্মার্টফোন কিনতে সন্তান বিক্রি
মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
বর্ধমানে অন্ধ মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ সেলাগানে বাধ্য করা হ’ল
সঊদী অর্থায়নে দেশজুড়ে পাঁচ শতাধিক মডেল মসজিদ নির্মিত হবে
হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত ১ কোটি মানুষ
ব্রিটেনে একরাতে পাঁচ মসজিদে হামলা
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহবান জাতিসংঘের
রামপাল বিদ্যুৎকেন্দ্র হ’লে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবন্ধী হবে
আরও
আরও
.