উত্তর : মানত পূর্ণ করা ওয়াজিব। আর হজ্জ এবং ওমরার মানতের ক্ষেত্রে প্রয়োজনে অন্যকে দিয়ে বদলী আদায় করানো যায়। যেমন মানতকারীর শারীরিক ও আর্থিক সক্ষমতা না থাকা কিংবা মানতকারীর মৃত্যু হওয়া। স্মর্তব্য যে, হজ্জের মত বদলী ওমরাহ আদায়কারীর জন্যও নিজে প্রথমে ওমরাহ পালন করা শর্ত (নববী, আল-মাজমূ‘ ৭/১১২; ইবনু কুদামাহ, মুগনী ৩/২২৩; ইবনু হাজার, ফাৎহুল বারী ৪/৭০)।
প্রশ্নকারী : ফারযানা আখতার, ঢাকা।