উত্তর : রামাযান মাসে ইবাদত করা খুবই ফযীলতপূর্ণ। ফরয ইবাদত পালনের ক্ষেত্রে স্ত্রী স্বাধীন। অর্থাৎ রামাযান মাসের ছিয়াম পালনের ক্ষেত্রে স্ত্রীর স্বাধীনতা রয়েছে। আর অন্যান্য ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতিক্রমে অধিক ইবাদত পালনের সুযোগ রয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে আলাদা থাকার অনুমতি প্রদান না করলে সে আলাদা থেকে অধিক ইবাদত পালন করতে পারবে না। রাসূল (ছাঃ) বলেন, যদি তোমাদের কারো স্ত্রী মসজিদে যাওয়ার অনুমতি চায়, তাহ’লে তাকে নিষেধ করো না (বুখারী হা/৮৭৩; মিশকাত হা/১০৫৯)। তিনি আরো বলেন, কোন স্ত্রী স্বামীর উপস্থিতিতে তাঁর অনুমতি ছাড়া নফল ছিয়াম রাখবে না (বুখারী হা/৫১৯২; ছহীহাহ হা/৩৯৫)। অতএব নফল ইবাদতের উপর স্বামীর মর্যাদা থাকায় স্ত্রী স্বামীকে অধিক প্রাধান্য দিবে। আর ফরযের ক্ষেত্রে আল্লাহর বিধানকে অধিকতর গুরুত্ব প্রদান করবে (নববী, শারহু মুসলিম ৭/১১৫)।
প্রশ্নকারী : ছায়েমা, নন্দীগ্রাম, বগুড়া।