উত্তর : হারানো
বস্ত্তর ক্ষেত্রে নিয়ম হ’ল, হাটে-বাজারে ও মসজিদের বাইরে এর মালিককে
সন্ধান করা। যদি এক বছরেও মালিকের সন্ধান না মিলে তাহ’লে ব্যক্তি উক্ত
সম্পদ ভোগ করতে পারবে (বুখারী হা/২৪২৭; মুসলিম হা/১৭২২; মিশকাত হা/৩০৩৩)।
তবে মোরগ ও এই জাতীয় হারানো দুর্বল প্রাণীদের ক্ষেত্রে বিধান হ’ল- ১. যবেহ
করে খেয়ে নিবে এবং পরবর্তীতে মালিকের সন্ধান পাওয়া গেলে মূল্য দিয়ে দিবে।
২. বিক্রয় করে দিবে এবং মালিকের সন্ধান মিললে মূল্য পরিশোধ করবে। ৩. অথবা
নিজে লালন পালন করবে এবং মালিকের সন্ধান পেলে মালিকের নিকট ফেরত দিবে (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৩/৫৭৫)। এই ধরনের প্রাণী সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, তা তুমি নিয়ে নাও। কেননা সেটা তোমার কিংবা তোমার ভাইয়ের আর তা না হ’লে নেকড়ে বাঘের (বুখারী হা/২৪৩৬; মুসলিম হা/১৭২২; মিশকাত হা/৩০৩৩)।