উত্তর: জানাযার ছালাত ফরযে কিফায়া। আর ফরযে কিফায়া সুন্নাতের উপর অগ্রগামী। সুতরাং ফরয ছালাতের পরেই জানাযা শুরু হ’লে তাতে অংশগ্রহণ করবে এবং সুন্নাত ছালাত পরে আদায় করে নিবে। আর সুন্নাতের পর শুরু হ’লে সুন্নাত পড়েই অংশগ্রহণ করবে। তবে সুন্নাতের পূর্বেই জানাযা আদায় করতে হবে এমন কথা সঠিক নয় (নববী, আল-মাজমূ‘ ৫/৫৬; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/১৫৮)।
প্রশ্নকারী : জামীলুর রহমান, বুড়িচং, কুমিল্লা।