উত্তর
: স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদের জন্য শরী‘আত কর্তৃক দু’টি পন্থা রয়েছে।
একটি হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে শরী‘আতের পদ্ধতি অনুযায়ী তালাক প্রদান
করা। অন্যটি হচ্ছে- স্বামীর দেওয়া মোহরানা সরকারি কর্তৃপক্ষের নিকটে ফেরত
দিয়ে স্ত্রীর ‘খোলা’ করে নেওয়া (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩২৭৪-৭৫)।
যেহেতু উক্ত দু’টির কোনটিই সংঘটিত হয়নি, তাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি,
তালাকও হয়নি। সুতরাং তারা যদি উভয়ে মীমাংসা করে একত্রিত হতে চায়, তাহলে
একত্রিত হতে কোন বাধা নেই। আর বিচ্ছেদ চাইলে শারঈ পদ্ধতির মাধ্যমে বিচ্ছেদ
ঘটাতে পারবে।