উত্তর : ঋতু অবস্থায় মুখস্থ বা কুরআন স্পর্শ না করে দেখে দেখে তেলাওয়াত করা জায়েয। এমনকি ঋতুবর্তী মহিলা হাত মোযা পরে কুরআন স্পর্শ করেও তেলাওয়াত করতে পারবে। কারণ এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ১৯/২৩৮, ২১/৪৬০; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/২৯১)। আব্দুল্লাহ ইবনু সালামাহ (রহঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি ও অন্য দু’ব্যক্তি আলী (রাঃ)-এর কাছে গেলাম। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ছাঃ) শৌচাগার হ’তে বের হয়ে কুরআন পড়তেন এবং আমাদের সঙ্গে গোশত খেতেন। অপবিত্র অবস্থা ছাড়া তাঁকে কোন কিছুই কুরআন পাঠ হ’তে বিরত রাখত না (নাসাঈ হা/২৬৫; আহমাদ হা/৮৪০, সনদ হাসান)।
প্রশ্নকারী : শাহেদা, বগুড়া।