উত্তর : ভিডিও ফুটেজ থাকলেও যেনা সাব্যস্ত করার জন্য চারজন পুরুষের সাক্ষ্য আবশ্যক (নিসা ৪/১৫)।
কারণ ভিডিও ফুটেজে সহজেই সংযোজন ও বিয়োজন সম্ভব। ফলে একজন নিরপরাধ মানুষ
দোষী সাব্যস্ত হয়ে যেতে পারে। সেজন্য হয় চারজন সাক্ষী থাকতে হবে অথবা
নারীকে গর্ভবতী হ’তে হবে অথবা দোষী ব্যক্তিকে যেনার বিষয়টি স্বীকার করতে
হবে। কেবল এই তিনটি পন্থায় রাষ্ট্রের পক্ষে যেনার হদ্দ কায়েম করা সম্ভব।
মেডিকেল পরীক্ষা, ডিএনএ টেস্ট, ভিডিও ফুটেজ ইত্যাদি বিষয় ব্যক্তির
স্বীকারোক্তির সহায়ক। তবে এগুলো সাক্ষীর স্থলাভিষিক্ত হবে না।
উল্লেখ্য যে, চারজন সাক্ষী পাওয়ার বিষয়টি প্রায় অসম্ভব। তবুও তা নির্ধারণের কারণ হ’ল যেনা-ব্যভিচার অত্যন্ত লজ্জাকর ও স্থায়ীভাবে পারিবারিক ও বংশগত সম্মানবিনাশী। এজন্য সহজেই যেন এ ব্যাপারে কেউ কাউকে অপবাদ দিতে না পারে কিংবা বিষয়টি যেন গোপন থাকে, ছড়িয়ে না যায় এবং প্রবৃত্তির তাড়নায় কৃত এই ঘৃণ্য অপরাধ থেকে ব্যক্তি তওবা করে নেয়, সেজন্য এমন বিধান এসেছে (আল-মাওয়ার্দী, আল-হাভী ১৩/২২৬)।
প্রশ্নকারী : আবীদুর রহমান, শেরপুর।