উত্তর : এরূপ ভুলের জন্য ইমাম দায়ী হবেন। তবে তার পিছনে ছালাত হয়ে যাবে। ইমাম সংশোধন না হ’লে মসজিদ কমিটির কর্তব্য হবে, তাকে বাদ দিয়ে অন্য ইমাম নিয়ে আসা। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তিন জন ব্যক্তির ছালাত তার মাথার উপরে এক বিঘতও উঠে না (অর্থাৎ তার ছালাত কবুল হয় না)। যে ব্যক্তি ইমামতি করে, অথচ মুছল্লীরা তাকে অপসন্দ করে... (ইবনু মাজাহ হা/৯৭১; মিশকাত হা/১১২৮ হাদীছ হাসান)।
প্রশ্নকারী : শিহাবুদ্দীন, পুঠিয়া, রাজশাহী।