উত্তর : (বাজারে বা মাইকে উচ্চৈঃস্বরে) মৃতব্যক্তির শোক সংবাদ প্রচার করা জায়েয নয় (তিরমিযী হা/৯৯৫, ইবনু মাজাহ হা/১৪৭৬)।
তবে নিকটাত্মীয়, পরিচিত জন ও মুসলিমদের নিকটে সাধারণভাবে মৃত্যুসংবাদ
জানানো যাবে। হাবশার বাদশাহ নাজাশী মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ (ছাঃ) তার
মৃত্যুসংবাদ মুসলমানদের জানিয়ে দেন এবং জানাযার ছালাত আদায় করেন’ (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ৯/১৪২; বুখারী হা/১২৪৫)।